প্রবাসে বিএনপির নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার আহ্বান
সৌদি আরবের বিভিন্ন প্রদেশের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে মদিনার হিলটন হোটেলের রয়েল স্যুটে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, প্রবাসীরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রবাসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে নিজের পরিবার ও দেশের জন্য দোয়া চান বিএনপির চেয়ারপারসন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমান, মদিনা বিএনপির নেতা আবদুল মোমেন, ফারুক মমতাজ, বিপি বাবুল, ফকরুল ইসলাম পিয়ার, মো. আলতাফ, সালাউদ্দিন সোহেল, কাজী শাহ আলম, শাহ জালাল, গোলাম নাবিউল, মো. আলীয়ারসহ বিভিন্ন প্রদেশের সিনিয়র নেতারা।
গত ৮ সেপ্টেম্বর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান বিএনপির চেয়ারপারসন। হজ পালন শেষে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে তিনি মদিনায় যান।
খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দীন আহমেদ। পরিবারের সদস্যদের মধ্যে আছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।