‘সবাইকে নিয়েই সংবর্ধনা দিতে চাই’
শুধু দলীয় নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বুধবার সকালে দলের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সৈয়দ আশরাফ।
কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর। তাঁকে সংবর্ধনার বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘যিনি দিন-রাত পরিশ্রম করেন এ জাতির জন্য, জীবনের মায়া ত্যাগ করে তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা ছোট্ট একটা ধন্যবাদ তাঁকে দেব।’
‘আমরা কেউকে বাদ দিতে চাই না। সবাইকে নিয়েই আমরা এই সংবর্ধনাটা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার বিশ্বাস, এটা বিশাল সংবর্ধনা হবে।’