‘টাম্পাকো বিস্ফোরণ তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি হবে’
গাজীপুরে টঙ্গী এলাকার টাম্পাকো ফয়েল কারখানায় বিস্ফোরণের ঘটনায় অধিকতর তদন্তর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা বলে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জেলা প্রশাসক এস এম আলম। আজ বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, বর্তমানে যে তদন্ত কমিটিগুলো কাজ করছে, সেগুলোর মেয়াদ আরো সাতদিন বাড়ানো হয়েছে।
টাম্পাকো ফয়েল কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, শ্রম মন্ত্রণালয় ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা চারটি তদন্ত কমিটি গঠন করে। এ তদন্ত কমিটিরগুলোর মেয়াদ এরই মধ্যে শেষ হওয়ায় তদন্তের জন্য সাতদিন সময় বাড়ানো হলো।
জেলা প্রশাসক এস এম আলম আরো জানান, প্রশাসনের তদন্ত রিপোর্টে আরো অভিজ্ঞ লোক নিয়ে আন্তমন্ত্রণালয় সিদ্ধান্তের মাধ্যমে বড় ধরনের কমিটি করার কথা বলা হয়েছে। সে লক্ষ্যে দু-একদিনের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন হবে।
গত ১০ সেপ্টেম্বর টঙ্গী বিসিক এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে টাম্পাকো ফয়েল কারখানা বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩৫ নিহত, ৩৪ জন আহত ও ১১ জন নিখোঁজ রয়েছে।
এ ছাড়া টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে অজ্ঞাতপরিচয় ছয় লাশের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ঢাকার মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নিখোঁজ ১১ জনের স্বজনদের মধ্যে নয়জনের লালা ও রক্ত সংগ্রহ করা হয়। বাকি দুজনের স্বজনরা আগামী রোববার তাঁদের নমুনা দেবেন বলে পুলিশ জানিয়েছে।