যুবলীগ নেতার মনিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর খিলগাঁওয়ে টিনের বাড়ি দেবে যাওয়ার ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. জাকির হোসেন টিপু এই রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মনিরুজ্জামানকে আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মনিরকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
গত ১৫ এপ্রিল খিলগাঁওয়ে ঝিলপাড়ে দোতলা টিনের বাড়ি পানির নিচে দেবে যায়। মনিরুজ্জামান এ বাড়ির মালিক। নিয়মিত এসব বাড়ি থেকে মাসিক ভাড়া আদায় করতেন তিনি।
ঘটনার দিন থেকেই পলাতক ছিলেন মনির। পরের দিন রামপুরা থানায় মনিরকে একমাত্র আসামি করে একটি মামলা করা হয়। র্যাব ৩-এর সদস্যরা গত রোববার রাতে মনিরকে কুমিল্লার নিশ্চিন্তপুর পরাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
দুর্ঘটনার পর পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এটি সরকারি জমি।’ অন্যদিকে একই দিন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছিলেন, ঝিলের এ অংশের মালিকানা কার তা খুঁজে বের করতে হবে।
টিনের ঘরগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইনের অবৈধ সংযোগ ছিল। নিম্নবিত্ত মানুষরা এসব ঘরে থাকতেন আর এদের কাছ থেকে নিয়মিত ভাড়া আদায় করতেন মনির।