ঔপনিবেশিকতামুক্ত প্রশাসন দরকার : মেনন
প্রশাসনকে সময়োপযোগী করতে না পারলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। আমরা এখনো ঔপনিবেশিক যুগে অবস্থান করছি। এই ঔপনিবেশিক মানসিকতার বৃত্ত ভেঙে প্রশাসনকে বের করে আনতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন ।
মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন বোর্ডের চেয়ারম্যান ও সরকারি হোটেলগুলোর পক্ষে ব্যবস্থাপনা পরিচালকরা স্বাক্ষর করেন। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সচিব খোরশেদ আলম চৌধুরী।
চুক্তি স্বাক্ষর শেষে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কর্মদক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক উন্নয়নই এ চুক্তির লক্ষ্য।