দীপন হত্যা মামলায় সবুর ৬ দিনের রিমান্ডে
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবদুস সবুরের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামি সবুরকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ আসামিকে শুদ্ধস্বরের প্রকাশক ও লেখক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় হত্যা মামলা করা হয়। এ ঘটনায় মইনুল হাসান শামীম নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।