সরকার পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে : হান্নান শাহ
সরকার বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় হান্নান শাহ এ কথা বলেন। ‘সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় সন্ত্রাসীদের সহিংসতা এবং নারীকর্মীদের ওপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হান্নান শাহ বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যেদিন সে (পিন্টু) মারা যায় সেদিন সে যখন জেলার সাহেবকে ডেকে অনুরোধ করেছিল যে আমাকে (পিন্টু) তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন, জেলার সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে উনি তা করেননি বরং তার (পিন্টু) সাথে কথা কাটাকাটি করে তাকে এত উত্তেজিত করেছিলেন যে এর কিছুক্ষণ পরই সে মারা যায়। তার (পিন্টু) এই অকাল মৃত্যুর পর তাকে হাসপাতালে পাঠানো হয়।’
এ ছাড়া সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে সরকার নগ্নভাবে ভোট কারচুপি করেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
গত রোববার দুপুর সোয়া ১২টায় রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিএনপি নেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি পিন্টু। এ সময় তিনি রাজশাহী কারাগারে ছিলেন। অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিডিআর বিদ্রোহ মামলায় ছয় বছরেরও বেশি সময় তিনি কারাগারে আটক ছিলেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল হাইকোর্টে বিচারাধীন আছে। গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পিন্টুকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়।