মুজাহিদের আপিল শুনানি ১১ মে পর্যন্ত মুলতবি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা আপিলের শুনানি আগামী ১১ মে (সোমবার) পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে এ আদেশ দেন।
আজ শুনানিতে অংশ নিয়ে মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনালের দেওয়া রায় আদালতে উপস্থাপন করেন। এ রায়টি পড়া শেষ হলে এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন তিনি।
আদালতে মোহাম্মদ মুজাহিদের পক্ষে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল আবেদন করা হয় একই বছরের ১১ আগস্ট। ওই আপিলের ওপর গত ২৯ এপ্রিল শুনানি শুরু হয়।