সৈয়দ শামসুল হকের মৃত্যুতে বিএনপির শোক
সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সৈয়দ হক আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম সৈয়দ শামসুল হক যদিও কবিতা, নাটক, গল্প, উপন্যাস, চলচ্চিত্রসহ সাহিত্যের সব শাখায় স্বচ্ছন্দ ছিলেন তথাপিও সব ছাপিয়ে কবি পরিচয়টিই প্রধান মনে করতেন তাঁর সাহিত্যাঙ্গনের বন্ধুরা। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে অনেক চলচ্চিত্রের চিত্রনাট্যের সঙ্গে চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। তাঁর লেখা গান হায়রে মানুষ রঙিন ফানুস, অনেক সাধের ময়না আমার, তোরা দেখ দেখ দেখরে চাহিয়া, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনার মতো বহু গান এখন মানুষের মুখে মুখে ফেরে।’
‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বলেই দেশবাসী তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান। তাঁর মতো একজন বরেণ্য, প্রতিভাবান এবং প্রথিতযশা কবি ও সাহিত্যিকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।