সত্যতা যাচাইয়ের আহ্বান জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে লেখালেখির আগে জাতীয় মানবাধিকার কমিশনের কাছ থেকে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত 'সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে করণীয়' শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে কাজী রিয়াজুল এ আহ্বান জানান।
কাজী রিয়াজুল হক আরো বলেন, ‘তোমরা একটা জিনিস, আমাদের দেশ সম্পর্কে একটা, এতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তোমরা একটা সত্যতা যাচাই না করে কেন এটা দিয়ে দিলা। তারা বলে, আমাদের লোক আছে। একটা এনজিও একটা মেসেজ দিয়ে দিল, এনজিওগুলোর প্রতি সম্মান রেখেই বলছি…. আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনে যাচাই করা উচিত।’
মতবিনিময়ে অংশ নেওয়া সংবাদমাধ্যমের সম্পাদকদের উদ্দেশে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা একটা মেসেজ পেলেন, আমাদের কাছে ভেরিফাই করে নিলেন। তারপর আপনারা যেটা লিখবেন আপনারা স্বাধীন, আপনারা আপনাদের কথা লিখবেনই।’
অনুষ্ঠানে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, শুধু কথার বাগাড়ম্বর নয়, জাতীয় মানবাধিকার কমিশনকে কাজ করে দেখাতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, কমিশন যত বেশি সোচ্চার হবে, যত বেশি বাধা অতিক্রম করে কাজ করতে পারবে, তত বেশি জনগণের আস্থা অর্জন করতে পারবে। জঙ্গিবাদ নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা সভায় জোর দেওয়া হয়।