ময়মনসিংহে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ নিহত ৪
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ধোবাউড়া থেকে স্থানীয় সাংবাদিক হাবিবুল্লাহ ও হালুয়াঘাট থেকে হাতেম আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই উপজেলায় বজ্রপাতসহ বৃষ্টি হয় । এ সময় ধোবাউড়ার কান্দাপাড়ার আতাব খার ছেলে স্কুলছাত্র দেলোয়ার হোসেন (১৪) ও ভেদিকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে স্কুলছাত্র মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় দেলোয়ার, তার ছোট বোন রহিমা খাতুন (৯), প্রতিবেশী হারুনুর রশিদ ও মোশাররফ হোসেন (৪৫)।
এ ছাড়া প্রায় একই সময় বজ্রপাতের ঘটনায় হালুয়াঘাটের বানিয়াকান্দা গ্রামের রুবেল ও কড়ুয়াপাড়ার জমশেদ মারা যায়। আহত হয় আইফিল আকতার (১১), নূরজাহান (৩০) ও আইমনা খাতুন (৪৫)। নিহত দেলোয়ার গুজিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও মোশাররফ ভেদিকুড়া জুনিয়র হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক ও হালুয়াঘাট থানার জাকিউর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।