ভারতকে বিএনপির ধন্যবাদ
দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের জন্য ভারতীয় সংবিধান সংশোধন বিল লোকসভায় সর্বসম্মতিক্রমে পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ ধন্যবাদ জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘চুক্তি বাস্তবায়নে বিলটি পাস করায় আমরা ভারতের প্রধানমন্ত্রীসহ দেশটির জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’
এ সময় চুক্তিটির সমালোচনাও করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে হয়তো দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ছিটমহলের বাসিন্দারা মানবিক দুর্ভোগ থেকে রেহাই পাবেন, কিন্তু বাংলাদেশ ৫০০ একর জমি হারাবে।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্র চুক্তি করার আগে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের সরকার। চুক্তির বিষয়াদি অন্যান্য দলগুলোকে জানায়। কিন্তু এই স্থলসীমান্ত চুক্তির ব্যাপারে বাংলাদেশের বর্তমান সরকার কারো সঙ্গেই কোনো আলোচনা করেনি। এখন সেখানে কী রাখা হয়েছে, কী রাখা হয়নি- তা আমরা জানি না এবং বুঝতেও পারছি না। চুক্তিটি প্রকাশিত হলে বোঝা যাবে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে।
আজ সন্ধ্যা ৬টায় ভারতীয় লোকসভায় সংসদ সদস্যরা সংবিধান সংশোধন বিল পাসে সম্মতি দেন। এর আগে গতকাল বুধবার ভারতের রাজ্যসভায়ও বিলটি সর্বসম্মতিতে পাস হয়।
চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ পাবে ১১১টি ছিটমহলের ১৭ হাজার ২৫৮ একর জমি এবং ভারত পাবে ৫১টি ছিট মহলের সাত হাজার ১১০ একর জমি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর মধ্য দিয়ে চূড়ান্ত সমাধান হতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশের দীর্ঘ চার দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা। পাল্টে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। শিগগিরই চূড়ান্ত ছিটমহলবিনিময় কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে দুই দেশ।