রাজধানীতে স্মার্টকার্ড পেলেন ১৮৩৭ জন
প্রথম দিন রাজধানীর এক হাজার ৮৩৭ জন পেয়েছেন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড। উদ্বোধনী দিনে রাজধানীর দুই সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
প্রথম দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে উত্তরা থানার ১ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
রমনা থানার নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা বলেন, ‘১৯ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা চার হাজার ১০০। এর মধ্যে স্মার্টকার্ড নিতে আসেন এক হাজার ৫১ জন। এর মধ্যে ৮৯১ জনকে স্মার্টকার্ড দিতে পেরেছি। কার্ডের বাক্স না আসায় ১৬৩ জনের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পারিনি।’
মাহবুবা মমতা আরো জানান, ওই ১৬৩ জনের আঙুলের দাগ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কার্ডগুলো তাঁদের বাসায় পৌঁছে দেওয়া হবে। তিনি আরো জানান, আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্ড বিতরণ চলবে। আজ সোমবার যাঁরা নেননি তাঁরা থানা নির্বাচন কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
স্মার্টকার্ড সংগ্রহকারীদের সংখ্যা কম কেন জানতে চাইলে মাহবুবা জানান, স্থানান্তরিত হওয়ার কারণে এ রকম হতে পারে।
উত্তরা থানার নির্বাচনী কর্মকর্তা মো. শাহজালাল বলেন, উত্তরা থানার ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা সাড়ে চার হাজার। এর মধ্যে ৯৪৬ জন স্মার্টকার্ড পেয়েছেন।
ভোটারদের উপস্থিতির ব্যাপারে শাহজালাল জানান, এ এলাকায় ভাসমান ভোটারের সংখ্যা বেশি। স্থায়ী মানুষের সংখ্যা কম।