সাম্প্রতিক জঙ্গি হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের প্রধান সমস্যায় পরিণত হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক হামলাগুলো একটি গোষ্ঠীর গভীর ষড়যন্ত্রের অংশ। তারা বিশ্বের কাছে এ দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করাই ওই গোষ্ঠীর প্রধান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, এই সমস্যাগুলো আগেও ছিল। কিন্তু এখন অনেক কমে এসেছে। এ জন্য সমাজের সব মানুষকে একযোগে সন্ত্রাস-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেশপ্রেম, নৈতিকতাবোধ বাড়াতে হবে।
খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার ব্যাপারে সব ধরনের খোঁজ-খবর রাখা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকার সচেষ্ট। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও বক্তব্য দেন ভারপ্রাপ্ত শিক্ষা সচিব এ এস মাহমুদ, অতিরিক্ত শিক্ষা সচিব অশোক বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওহিদুজ্জামান প্রমুখ।
গত সোমবার ডিগ্রি (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে।