অ্যাটকো প্রেসিডেন্টের মুক্তির দাবিতে খুলনায় সভা
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্সের (অ্যাটকো) প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে খুলনায় আলোচনা সভা হয়েছে।
আজ শনিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের খুলনার আহ্বায়ক এস এম হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ হোসেন রনি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা মহানগরের সাধারণ সম্পাদক ডা. শওকত আলী লস্কর, এনটিভির খুলনা ব্যুরোপ্রধান মুহাম্মদ আবুতৈয়ব, খুলনা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহাসিন মোল্লা, মো. এম কামাল, কাজী হাসিবুজ্জামান মুক্তা, মাহবুব আলম বাদশা প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ খুলনার সদস্য সচিব শেখ তরিকুল ইসলাম তরু।
প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম বলেন, গণমাধ্যম ব্যক্তিত্বকে এভাবে বিনা বিচারে আটক রাখা বাকস্বাধীনতা হরণের শামিল। তিনি অবিলম্বে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তি দাবি করেন।