১৮ অক্টোবর ছাত্রীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন
ছাত্রীদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। ছাত্রীদের ওপর হামলায় জড়িতদের শাস্তির এই দাবিতে আগামী ১৮ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
গত ৩ অক্টোবর সিলেটে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৃশংস হামলার শিকার হন খাদিজা আক্তার নার্গিস। এর আগে ২৪ আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বাইরে বখাটের ছুরিকাঘাতে নিহত হয় রিসা। মার্চে কুমিল্লায় উদ্ধার করা হয় সোহাগী জাহান তনুর লাশ। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বা বাইরে এসব হামলার ঘটনা ছাত্রীদের জন্য পরিবেশকে নিরাপত্তাহীন করে তুলছে বলে স্বীকার করেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যারা ঘটনা ঘটাচ্ছে তারা প্রকৃত অর্থে মানুষ নামধারী পশু। এই খুনিদের যাঁরা গ্রেপ্তার হয়েছেন অথবা হন নাই, তাঁদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অতিদ্রুত কঠোর শাস্তি দিতে হবে। যে শাস্তি আমাদের সকল মানুষকে আশ্বস্ত করবে যে এইগুলা করে পার পাওয়া যায় না। যে এসব অপরাধ করেছে সে কোনো দলের পরিচয় দিয়ে রক্ষা পাবে না।’
অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে প্রাথমিকভাবে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, ১৮ অক্টোবর বেলা ১১টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সেই সঙ্গে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা ও কমিটি গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, যার প্রতি কোনো সন্দেহ হবে, যার প্রতি কোনো ধরনের অভিযোগ উঠবে তাকে ডেকে এনে শোধরানোর চেষ্টা করা হবে। আর যদি সে না শোধরায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না গেলে তার বাবা-মাকে ডেকে আনবে কমিটি। তাঁদের মাধ্যমেই অভিযুক্ত সন্তানকে আইনের হাতে সোপর্দ করা হবে বলেও জানান মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ধীরগতি দেখা দিলে তা দ্রুত করারও তাগিদ দেবে তাঁর মন্ত্রণালয়। এ সময় তনু হত্যার বিচারে অসন্তোষও প্রকাশ করেন মন্ত্রী।