এমসিকিউর নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এমসিকিউ পদ্ধতির পরীক্ষা ৩০ এবং সৃজনশীল পদ্ধতির পরীক্ষা ৭০ নম্বরের নেওয়ার এই সিদ্ধান্ত বহু চিন্তাভাবনা করে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষাবিদ এবং এ বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কারণ নেই বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এমসিকিউ পদ্ধতিতে ৪০ নম্বরের জন্য ৪০ মিনিট সময় বরাদ্দ ছিল। এখন নম্বর কমে গেলে আনুপাতিক হারে সময়ও কমে আসবে বলে জানান শিক্ষামন্ত্রী।
২০১৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউয়ে ১০ নম্বর কমানো ও সৃজনশীলে ১০ নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামের দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থী ও অভিভাবকরা।