অনিয়মে বন্ধ ঢাকা দক্ষিণের তিন কেন্দ্রে কাল ভোট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের কারণে বন্ধ হওয়া তিন কেন্দ্রে আগামীকাল সোমবার পুনরায় ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
ইসির সহকারী সচিব মো. রাজীব আহসান আজ রোববার এনটিভি অনলাইনকে বলেন, যেহেতু মেয়র এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের গেজেট হয়ে গেছে তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর কেন্দ্র কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৩৪ নম্বর ওয়ার্ডের ৫৬৫ নম্বর কেন্দ্র সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৩ নম্বর ওয়ার্ডের ৮০৭ নম্বর কেন্দ্র জুরাইন আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয়ে শুধু সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের জন্য ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন তিন কেন্দ্রে ইসির তিনজন পর্যবেক্ষক নিয়োগ করেছে বলেও জানান ইসির সহকারী সচিব।
এদিকে ওই তিন কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য আজ রোববার ইসি দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইসির উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
নির্দেশনায় কমিটিকে সংঘটিত প্রকৃত ঘটনা উদঘাটন, দোষী/দায়ী ব্যক্তি/কর্মকর্তাদের চিহ্নিত করা, উল্লেখিত প্রতিটি কেন্দ্রে নিয়োজিত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নাম ও জাতীয় পরিচিতি নম্বর, কর্মঠিকানা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নাম, পদবি, কর্ম-ঠিকানা, তাঁদের প্রত্যেকের কর্মস্থলে উপস্থিতির সময়, ঘটনা সম্পর্কে তাঁদের বক্তব্য এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সুপারিশ করে আগামী এক মাসের মধ্যে ইসিতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।