কক্সবাজারের উন্নয়নে পাশে থাকবে রিহ্যাব
কক্সবাজারের পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে এটি একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আর এ জন্য সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
শুক্রবার বিকেলে কক্সবাজারের হোটেল দি কক্স টুডের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
‘কক্সবাজার পর্যটন সিটির উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সভায় বক্তারা আরো বলেন, এ ক্ষেত্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কক্সবাজারের উন্নয়নে পাশে থাকবে।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এতে প্রধান আলোচক রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিহ্যাবের ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন) প্রকৌশলী সরদার আমিন। বক্তব্য দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, মো. আয়েন উদ্দীন এমপি ও মো. ছানোয়ার হোসেন এমপি।
মতবিনিময় সভায় বক্তারা কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, বিমানবন্দর আধুনিকায়ন, সাগর জেটি নির্মাণ, অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলা, রাস্তাঘাট ও পরিবেশের উন্নয়ন, নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন সীমাবদ্ধ না রেখে জেলার সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালী ও রামুসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর উন্নয়ন ঘটাতে হবে বলে মত দেন তাঁরা।