ছাত্রইউনিয়নের কর্মীদের পুলিশের লাঠিপেটা, জামায়াতের নিন্দা
পহেলা বৈশাখে টিএসসি চত্বরে নারীদের হেনস্তাকারীদের গ্রেপ্তার ও শাস্তিসহ ছয়দফা দাবিতে গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে যান ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ ও কয়েকজনকে আটক করেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল রাতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে পুলিশের উপস্থিতিতে নারীদের ওপর সন্ত্রাসী দুর্বৃত্ত চক্র হামলা চালায়। এ হামলার পর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সংস্থা ও রাজনৈতিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য আহ্বান জানিয়েছিল। এরপর প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। অথচ দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এটা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা। এ ঘটনার মাধ্যমে তাদের উদাসীনতা, অবজ্ঞা ও দায়িত্ব পালনে অবহেলাই প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নারীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করেছে। এতে ৩০ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নারীদের লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে গিয়ে পুলিশ কর্তৃক ছাত্রদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
টিএসসিতে নারীদের ওপর হমলার ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গতকাল আটক করা ছাত্রদের মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।