অ্যাম্বুলেন্সচাপা : সাকিবের মাও চলে গেলেন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় আরো একজন নারী মারা গেছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলেনুর বেগম (৩০)। একই দুর্ঘটনায় সকালে মারা যায় গুলেনুর বেগমের ছেলে সাকিব (৭)।
সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কাছে পুলিশ ক্যাম্পের কাছে দ্রুতগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় গুলেনুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনাস্থলে নিহত অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদিকে আহতদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা সূর্য বেগম (৪০)। আঘাতের কারণে তাঁর পেটের শিশুটি মারা গেছে।
হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, আঘাত পাওয়ার কারণে সূর্য বেগমের শিশুটি নষ্ট হয়ে গেছে। ওই দুর্ঘটনায় সূর্য বেগমের ছয় বছর বয়সী শিশু সজীব আহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার জন্য দায়ী ওই বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক সোহেলকে আটক করা হয়েছে।