ট্যানারি না সরালে গ্যাস-বিদ্যুৎ বন্ধ : শিল্পমন্ত্রী
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি না সরালে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ রোববার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্পনগরীর ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
শিল্পমন্ত্রী আরো বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে। আর তা না করা হলে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ওই সব ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। ট্যানারি স্থানান্তরের বিষয়ে ট্যানারি মালিকরা একমত হয়েছেন বলে জানান মন্ত্রী।
পরে মন্ত্রী চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।