অ্যাম্বুলেন্সচাপা : চালক সোহেল রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত হওয়ার ঘটনায় চালক সোহেলকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। এর আগে আদালতে সোহেলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শাহ আলম। তিনি সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্সের চাপায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। আহত হন আরো তিনজন। অ্যাম্বুলেন্সটির চালক সোহেলকে গতকালই আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মাহমুদুল হাসান এনটিভি অনলাইনকে জানান, আসামির বিরুদ্ধে রিমান্ড বাতিলের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সাত বছরের শিশু সাকিব ও অন্য এক ব্যক্তি। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। একই দিন দুপুরে মারা যান সাকিবের মা গুলেনুর বেগম। এরপর মারা যান ছয় মাসের অন্তঃসত্ত্বা সূর্য বেগম আমিনা। দুর্ঘটনায় আমিনার ছয় বছর বয়সী শিশু সজীব গুরুতর আহত হয়।