গাজীপুর সিটি মেয়র এম এ মান্নান আবার কারাগারে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে একদিনের রিমান্ডে (হেফাজত) জিজ্ঞাসাবাদ শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। হেফাজত শেষে আজ সোমবার দুপুরে মান্নানকে আদালতে হাজির করলে আদালত মান্নানকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আদালত গত বুধবার এম এ মান্নানের একদিনের হেফাজত মঞ্জুর করেন। পরে গত রোববার মান্নানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জয়দেবপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার দুপুরে তাঁকে গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফারজানা খানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মান্নানকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার ১-এ পাঠানো হয়।
গত বছরের ৫ নভেম্বর গাজীপুরের মালেকের বাড়ী এলাকায় একটি প্রাইভেটকার এবং একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আসামি করা হয় গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানকে।
মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, ‘আমরা অধ্যাপক এম এ মান্নানের জামিনের আবেদন করি। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মঞ্জুর মোর্শেদ আরো জানান, ‘মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে তিনটিতে তিনি জামিনে আছেন।’
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর অনুপস্থিতিতে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।