রামপাল প্রকল্পবিরোধীদের প্রযুক্তি জ্ঞান নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রীর
বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের বিরোধীদের প্রযুক্তি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ খাতের মেগা প্রকল্প নিয়ে বিতর্ক অনুষ্ঠানে এ সব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই রামপালের বিরোধিতা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প কেউ আটকে রাখতে পারবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রামপালের বিরোধিতা করছে তাদের বেশ কয়েকজনের পরিচয় উল্লেখ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘ইউনেসকোর যারা এখানে এসেছিল, তারা সবাই হলো মাইক্রোবায়োলোজিস্ট। এরা পাওয়ার প্ল্যান্টের এক্সপার্টও না, এরা কয়লার টেকনোলোজি নিয়েও কিন্তু জানে না। যেটা আমাদের দেশেও রয়েছে, আমাদের দেশে যেসব অ্যাক্টিভিস্ট কথা বলছেন, কেউ ইকোনোমিস্ট, কেউ বায়োলোজিস্ট, কেউ জিওলোজিস্ট। উনারা বক্তব্য দিচ্ছেন টেকনোলোজি নিয়ে। আমরা বিতর্ক তুলি, নিজেরাই বিতর্ক তুলি। নিজের পায়ে নিজে কুড়াল মেরে দেশটাকে দুর্নামের জায়গায় নিয়ে যেতে চাই। তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
অনুষ্ঠানে অন্যান্য বিশেষজ্ঞ রামপাল প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, স্থানীয় পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে হবে।
তবে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে কি না সে বিষয়ে আরো গবেষণা করে প্রকল্প বাস্তবায়ন করা উচিত।