সন্তানদের প্রকৃত শিক্ষা দিতে হবে : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গিবাদ প্রতিহত করতে হলে সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে তিনদিনব্যাপী ড. দীনেশচন্দ্র সেন আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দ্বিতীয় দিনে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের মন আত্মকেন্দ্রিক হবে।
মন্ত্রী আরো বলেন, দীনেশচন্দ্র সেনকে শুধু মানিকগঞ্জবাসী মনে করলে চলবে না, বিশ্ববাসীর কাছে তাঁর সাহিত্যকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। তাঁকে স্মরণ করার পাশাপাশি তিনি প্রত্যেককে ও তাদের সন্তানদেরও বই পড়ার আহ্বান জানান। ভালো বই পড়ার অভ্যাস গড়তে পারলে সমাজ থেকে অনেক সমস্যা দূর হবে বলেও মনে করেন মন্ত্রী।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মো. শাহরিয়ার। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন, সরকারি কৌঁসুলি মো. আবদুস সালাম, সিভিল সার্জন ডা. উমরান আলী।
আচার্য ড. দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালে মানিকগঞ্জ সদর উপজেলার বকজুরি গ্রামে জন্মগ্রহণ করেন।