পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় এই আদেশ দেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম স্বপন দত্ত ওরফে সাফা। তিনি সদর উপজেলার মূলগ্রাম এলাকার বাসিন্দা।
যাবজ্জীপন কারাদণ্ডের পাশাপাশি স্বপন দত্তকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২১ নভেম্বর রাত ১০টার দিকে স্বরূপকাঠি উপজেলার লক্ষ্মণকাঠি এলাকা থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ স্বপন দত্তকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ বরিশালের সদস্যরা। পরে র্যাব ৮-এর উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে স্বরূপকাঠি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্বপন দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।