‘প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নেই বললেই চলে’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নেই বললেই চলে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর জেডিসিতে অনুষ্ঠিত হয় কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।
পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের হাতে এ রকম কয়েকজন ধরা পড়ছে। যারা সবাই বলেছে, তারা এটা ভুল প্রশ্ন করছে। এমনকি তারা এটা বিক্রি করে অনেক টাকাও পাইছে। এটাও আমি বলেছি। আপনারাও ছেপেছেন বা প্রকাশ করেছেন। ভুয়া প্রশ্নপত্র।’
‘তাই সবাইকে আমরা আহ্বান জানাব, ভুয়া কি সঠিক, এসবের পেছনে আপনারা দৌড়াবেন না। কারণ, এতে ছেলেমেয়েদের মন থেকে যে প্রস্তুতি, সেটা নষ্ট হয়ে যায় এবং তারা ভালো করে পড়ুক। পড়লেই তো যে প্রশ্ন আসবে, তার উত্তর দেবে। প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।’
দেশের ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৪ লাখ শিক্ষার্থী এবার জেএসসি-জেডিসিতে অংশ নিয়েছে। শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
সব ধরনের প্রস্তুতি নিয়েও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসির পরীক্ষার দায়িত্ব না নেওয়ায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।