নাসিরনগরের ঘটনায় পুলিশ সদর দপ্তরে তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সৃষ্ট ঘটনায় জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঘটনার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, কেউ যেন বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার জানান, নাসিরনগরের পরিস্থিতি এখন স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া ওই ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
মিজানুর রহমান বলেন, পুরো ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তর থেকে এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষে আরো পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজন দাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।