বান্দরবানে জেএসএস নেতাসহ ছয়জনকে আটক অভিযোগ
বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) ইউনিয়ন সভাপতিসহ ছয়জনকে আটক করে নিয়ে গেছে নিরাপত্তা বাহিনীর লোকজন।
জেএসএস ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাতে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে দোছড়ি পাড়া, ডলুছড়া ওপর পাড়া, ডলুছড়া নিচের পাড়া এবং বাঘমারা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে জেএসএসের দুই নেতাসহ ছয়জনকে আটক করে।
আটক ছয়জন হলেন- গোপাল চাকমা (২২), দয়া মোহন চাকমা (৪২), মংথুইসাং মার্মা (৩৯), শৈনুমং মার্মা (৩২), মতিলাল চাকমা (১৬) ও উবাচিং মার্মা। এঁদের মধ্যে উবাচিং মার্মা নোয়াপতং ইউনিয়নের জেএসএসের সভাপতি ও গোপাল চাকমা বাঘমারা ইউনিয়নের সভাপতি।
রোয়াংছড়ি উপজেলা শাখার জেএসএস সভাপতি অংশৈমং মার্মা বলেন, গতকাল গভীর রাতে যৌথবাহিনীর একটি দল নোয়াপতং ইউনিয়নের বিভিন্ন পাড়ায় তল্লাশি চালিয়ে ছয়জনকে আটক করে নিয়ে গেছে। তাঁদের মধ্যে জেএসএসের দুজন সদস্য রয়েছেন। বাকি চারজন সাধারণ গ্রামবাসী বলে দাবি করেন তিনি।
আটক স্কুলছাত্র মতিলাল চাকমার মা ভাগ্যদেবী চাকমা বলেন, ‘আমার ছেলে বাঘমারা জুনিয়র হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। আগামী মাসে তার বার্ষিক পরীক্ষা। তাই সে দুই দিন আগে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নে ডলুছড়া পাড়ায় আত্মীয়র বাড়িতে আশীর্বাদ নিতে যায়। সেখান থেকে তাকে সেনাবাহিনী ধরে নিয়ে যায়।’
তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা আটকের বিষয়টি নিশ্চিত করেননি।