সরকারের নরমনীতি পরিহারের দাবি সিপিবির
সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে নরমনীতি পরিহার করে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
আজ শুক্রবার সকালে রাজধানীর মুক্তি ভবনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পরিদর্শন শেষে সিপিবির কেন্দ্রীয় প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে সেলিম এ দাবি জানান।
সিপিবি নেতা বলেন, নাসিরনগরের ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। রামুর ঘটনার মতো নাসিরনগরের ঘটনাও দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িকতা বর্তমানে দেশের প্রধান সমস্যা উল্লেখ করে সেলিম বলেন, সন্ত্রাসীরা এর ওপর ভর করে রাজনৈতিক নোংরা খেলায় মেতে ওঠার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা প্রতিরোধ করতে হলে তৃণমূলের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান তিনি। পাশাপাশি এসব ঘটনা প্রতিরোধ করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিও জানান মুজাহিদুল ইসলাম সেলিম।
গত ২৮ অক্টোবর রসরাজ দাস নামের এক যুবকের বিরুদ্ধে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। ওই যুবক নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বাসিন্দা। খবর ছড়িয়ে পড়লে নাসিরনগর সদর উপজেলায় ৩০ অক্টোবর দুর্বৃত্তরা বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করে। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা, লুটপাট চালানো হয়।