খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক
নিষিদ্ধ পলিথিন নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ক্যামেরাপারসন হামলার শিকার হয়েছেন।
আাজ রোববার দুপুরে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার দুজন হলেন জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার কর্মচারীরা তাঁর গায়ে কেরোসিন ঢেলে দেয়।
এ বিষয়ে সাংবাদিক শাকিল হাসান এনটিভি অনলাইনকে বলেন, তাঁরা একটি পলিথিন কারখানায় প্রতিবেদন করতে সোয়ারীঘাটের দেবীঘাট এলাকায় যান। এ সময় কাজে বাধা সৃষ্টি করেন জব্বার ও রহিম নামের দুই ব্যক্তি। এমনকি তাঁদের অশ্রাব্য ভাষায় গালি দেন। এর প্রতিবাদ করলে হঠাৎ করে কারখানার ভেতর থেকে আরো ১০-১২ জন কর্মচারী তাঁদের ওপর হামলা চালায়। এমনকি কিল-ঘুষি দিয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে। সেখান থেকে পালিয়ে একটি মুদির দোকানে আশ্রয় নিলে সেখানে শাকিলের গায়ে কেরোসিন ঢেলে দেন কারখানার কর্মচারীরা। এ সময় তাঁর গায়ে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। এরপর স্থানীরা তাঁকে চকবাজার থানায় মামলা করতে নিয়ে যান।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এমনকি এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।