৮ নভেম্বরে সমাবেশের অনুমতির আশা বিএনপির
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সরকার ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেবে বলে এখনো বিএনপি আশা করে।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান।
দীর্ঘদিন থেকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে
পালিত হয়ে এলেও বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসায় তাতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘আমরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বার্থন্ধতা, ঔদ্ধত্য ও অসহিষ্ণুতার ছায়াকে প্রলম্বিত না করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের কাছ থেকে জনসভা করার অনুমতি পাওয়া যাবে। দানবীয় শক্তি প্রয়োগ করে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে দমন করলে সেটি কখনো গণতান্ত্রিক সংস্কৃতির সমাজভূমি নির্মিত হবে না।’
জিয়া সাংস্কৃতিক সংগঠনের রক্তদান কর্মসূচির আয়োজন বানচাল এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান তিনি।
সম্প্রতি ৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। একই সঙ্গে সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ-ইনু) ‘সিপাহী-জনতার বিপ্লব দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল। তাই পুলিশ কোনো দলকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই গত ৪ নভেম্বর সকালে ‘বিকল্প জায়গার’ কথা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।