নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা চত্বরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত থেকে ক্ষতিগুস্তদের মধ্যে সহায়তা দেন।
নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মধ্যে ১১৪ বান্ডেল টিন ও তিন লাখ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়।
এদিকে, জেলার শীর্ষ আলেমদের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে এলাকায় যায়।
গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনার রেশ কাট না কাটতেই গত শুক্রবার একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় দায়ের করা মামলায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।