রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
মাদক ব্যবসার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২-এর বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় দেন।
রায় দেওয়ার সময় আসামি আদালতের কাঠাগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্ত আশরাফুল আলম (২৩) রাজশাহীর তানোর উপজেলার চাপড়া এলাকার বাসিন্দা।
রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটার (পিপি) ইসমত আরা বেগম জানান, ২০১৫ সালের ১৩ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুঠিয়ার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী দেশ ট্রাভেলস পরিবহনে তল্লাশি চালিয়ে আশরাফুল আলমকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পরের দিন সার্কেলের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা করেন। মামলায় ছয়জন সাক্ষী স্বাক্ষ্য দেন।