হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে শেরপুর জেলা শহরের থানা মোড় সড়কে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর জেলা শাখার আহ্বায়ক সুবীর কুমার দে, সদস্য সচিব গঙ্গেশ্বর চন্দ্র মিত্র, অভিজিত সাহা, সৌমিত্র কুমার বিপ্লব, অনন্ত কুমার দে, উজ্জ্বল মোহন্ত প্রমুখ। এতে বিপুলসংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
জেলা আহ্বায়ক সুবীর কুমার দে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ ও অবস্থান পালিত হচ্ছে। আমরা সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিকার চাই। দোষীদের শাস্তি চাই।
সংগঠনটির জেলা সদস্য সচিব গঙ্গেশ্বর চন্দ্র মিত্র বলেন, নাসিরনগরের ঘটনায় রসরাজকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা তাঁর মুক্তি এবং সহিংসতার জন্য দায়ীদের দ্রুত বিচার আইনের আওতায় এসে শাস্তি দাবি করছি।