টিআইবির কাজই হচ্ছে খুঁত ধরা : তোফায়েল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টিআইবি বলেছে, তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তাদের ভাবখানা এমন যে টিআইবির সবাই সৎ আর দেশের বাকি সবাই অসৎ। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। urgentPhoto
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রী বলেন, ‘টিআইবির মুখে আমরা কখনো ভালো কথা শুনি নাই। টিআইবির কাজই হচ্ছে খুঁত ধরা। আমরা আমাদের কাজ করে যাব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অথচ আমাদের কোনো ভালো কাজই টিআইবির চোখে পড়ে না। একসময় দেশের ৯৫ ভাগ মানুষের জুতা পায়ে দেওয়ার ক্ষমতা ছিল না। খালি পায়ে বাজারে যেত। এখন শতকরা ৯৯ ভাগ মানুষই জুতা পায়ে দেয়। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আয় বেড়েছে। আমাদের রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ স্বাধীনের পর ৭৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। সেটা এখন তিন লাখ কোটি ছাড়িয়ে গেছে। এগুলো কিছুই টিআইবির চোখে পড়ে না।’
টিআইবির কর্মকর্তাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ‘তিন সিটি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হয়, তাহলে বিএনপি-জামায়াতের কাউন্সিলররা পাস করেন কীভাবে।’
নির্বাচনে কোথাও দাঙ্গা-হাঙ্গামা, মারামারি কিছুই হয়নি দাবি করে তোফায়েল আহমেদ বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একজন লোকও আহত হন নাই। অথচ কয়েক দিন আগে পশ্চিম বাংলার স্থানীয় সরকার নির্বাচনে দাঙ্গায় আটজন মানুষ মারা গেছেন। আমাদের এখানে এমন কোনো ঘটনা ঘটেনি।’
বিএনপির ক্ষমতায় থাকাকালীন নির্বাচনের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল, তখন স্থানীয় সরকার নির্বাচনের পরে আমাদের কোনো প্রার্থী বাসায় থাকতে পারত না, সবাইকে পালিয়ে থাকতে হতো। কই, টিআইবি তো সে সময় কোনো বিবৃতি দেয় নাই।’
এ সময় টিআইবির কাজ টিআইবি করবে, তাঁদের কাজ তাঁরা করবেন বলেও সাংবাদিকদের জানান তোফায়েল আহমেদ।