‘নাসিরনগরে হামলা আ. লীগের কোন্দলের ফসল’
নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা জেলা আওয়ামী লীগের ‘অভ্যন্তরীণ কোন্দলের ফসল’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল সুরমা ইন এর হলরুমে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সংসদ সদস্য জিয়াউল হক এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির এ নেতা প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগের লোকজন জড়িত না থাকলে কেন তাদের তিন নেতাকে বহিষ্কার করা হলো? অন্য কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আমি জানি না, এই বহিষ্কার ঠিক না বেঠিক। কেউ কেউ বলছেন, এখানে এখন দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে; তাই এই ঘটনা ঘটেছে।’
জিয়াউল হক মৃধার সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পাটির সদস্য সচিব কাজী মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন দেলোয়ার, যুগ্ম সদস্য সচিব আবু কাউছার খান, তাজুল ইসলাম, আবদুল্লাহ আল হেলাল প্রমুখ।