স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পয়লা বৈশাখে নারী লাঞ্ছনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলেও পুলিশের বাধায় তা পারেনি প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য। দোয়েল চত্বরে পুলিশের একটি ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও হাইকোর্টের সামনে দ্বিতীয়বারের মতো ব্যারিকেডের মুখে পড়ে আর সামনে এগোতে পারেননি আন্দোলনকারীরা। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের পর তারা ফিরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে।
সমাবেশে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। দাবি না মানা হলে ভবিষ্যতে সব ব্যারিকেড ভেঙে দেওয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও শোনা যায় সমাবেশ থেকে।
বুধবার দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বরের সামনে গিয়ে পুলিশের প্রথম বাধার মুখে পড়েন তাঁরা। এ সময় সেখানে রায়ট কার ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। নারী পুলিশ ছিলেন প্রথম সারিতে। বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে মিছিলটি আর বেশিদূর এগোতে পারেনি দ্বিতীয় দফায় ব্যারিকেডের মুখে পড়ে। হাইকোর্টের সামনে আবার ব্যারিকেডের মুখে পড়লেও সেটি আর অতিক্রম করতে যাননি আন্দোলনকারীরা।
এ সময় সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন বলেন, ‘এই পুলিশ চাইছে, আমরা তাদের ওপর হামলা করে এই আন্দোলনকে যেন নেতিবাচক দিকে নিয়ে যাই। আমরা এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। কিন্তু পুলিশের টোপে পা দেওয়া চলবে না।’
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, ‘এক মাস পার হয়ে গেলেও নিপীড়কদের গ্রেফতার করতে পারেনি আমাদের পুলিশ বাহিনী। এই রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে আজকের ছাত্রসমাজ একটি প্রতীকী ব্যারিকেড ভেঙেছে। আগামী দিনে নিপীড়কদের গ্রেপ্তার করা না হলে তাহলে আমরা আমাদের ক্ষোভ শুধু প্রতীকী ব্যারিকেড ভাঙার মধ্যে সীমাবদ্ধ রাখব না।’ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা করেন সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্রনেতারা।
এর আগে নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পয়লা বৈশাখের অনুষ্ঠানে যৌন হয়রানিকারীদের শাস্তির দাবিতে ১১ মে ছাত্র ইউনিয়নের ডাকা কর্মসূচিতে হামলা করে পুলিশ। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কাকরাইল-মগবাজার সড়কের সার্কিট হাউস মসজিদের সামনে অবস্থান নিলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং জলকামান দিয়ে হামলা চালায়। এতে সাতজন আহত হন। এ সময় ছাত্র ইউনিয়নের তিন কর্মীকে আটক করে পুলিশ।