হ্যাপির আবেদন খারিজ, রুবেলকে অব্যাহতি
হ্যাপির করা নারাজি আবেদন খারিজ করে জাতীয় ক্রিকেট দলের পেস বোলার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বুধবার দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল রুবেলকে অব্যাহতি দেন।
হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার সকালে শুনানির সময় রুবেলকে নির্দোষ দাবি করে তাঁর অব্যাহতি চেয়ে পুলিশ যে আবেদন করেছে, তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে পুনঃতদন্তের দাবি করেন।
এ সময় চিত্রনায়িকা হ্যাপি এজলাসে পুলিশ এই মামলার তদন্ত নিয়ে তাঁকে কোনো প্রশ্ন করেনি বলে জবানবন্দি দেন। এ ছাড়া পুলিশের তদন্তকে রহস্যজনক বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে রুবেলের আইনজীবীরা শুনানি শেষে বলেন, রুবেলের অব্যাহতি চেয়ে পুলিশ যে আবেদন করেছে তা পুরোপুরি যৌক্তিক।
উভয় পক্ষের শুনানি শেষে দুই ঘণ্টা পর হ্যাপির দায়ের করা নারাজি খারিজ করে রুবেলকে মামলা থেকে অব্যাহতি দেন বিচারক।
গত বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নম্বর ৩৭) অভিনেত্রী হ্যাপি বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১ ডিসেম্বর হ্যাপির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন রুবেল। এ সময় হ্যাপি তাঁকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল। এ ঘটনার পর ৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। ওই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন রুবেল।
পরে গত ৮ জানুয়ারি এ মামলায় রুবেল হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদিন কারাগারে থাকার পর পুনরায় জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁকে জামিন দেন।