মিতু হত্যা : অস্ত্র মামলার বিচার শুরু
চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় এহতেশামুল হক ভোলা ও মনির হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় দুজনের বিচার শুরু হলো।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে অস্ত্র মামলার অভিযোগ গঠন করা হয়।
গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মিতু। এ ঘটনায় আটক মোতালেব ও আনোয়ার নামের দুজন ২৬ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ভোলা কলোনি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও রিভলভারসহ আটক করে ভোলা ও মনিরকে।
এ ঘটনায় ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর আজ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।