ভিজিডি কার্ড পেলেন সাবেক ছিটমহলের নারীরা
বাংলাদেশের অভ্যন্তরে সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় দুস্থ নারীদের জন্য কর্মসূচি শুরু করছে সরকার। আজ মঙ্গলবার ওই কর্মসূচি সংক্রান্ত ভিজিডি কার্ড বিতরণ শুরু করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আজ মঙ্গলবার দুপুরে কালির হাটের দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক হাজার ৮৬৯ জনকে ভিজিডি কার্ড দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো তবারক উল্ল্যাহ ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উড়াও প্রমুখ।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের পর এই প্রথম বিলুপ্ত ছিটমহলের ২০ থেকে ৫০ বছর বয়সের প্রত্যেক পরিবারের নারী সদস্যদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় দুই বছর মেয়াদে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে সুবিধা ভোগীরা।
পরে একই মাঠে আয়োজিত সমাবেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘ছিটমহলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের জনগণ যে সুবিধা ভোগ করেছিল এখন বিলুপ্ত ছিটমহলবাসীকে সেসব সুবিধা দেওয়া হচ্ছে। তিন মাসের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ভিজিডি কার্ড বিতরণ করা হলো। বিলুপ্ত ছিটের নারীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয় শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য ১৫টি স্কুল চালু রয়েছে।’
এর আগে মেহের আফরোজ চুমকি বিলুপ্ত ছিটের বিদ্যালয় পরিদর্শন করেন। বিকেলে তিনি ভুরুঙ্গামারী উপজেলার হতদরিদ্র মহিলাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং সমাবেশে বক্তব্য দেন।