রানা প্লাজার মালিকের বিরুদ্ধে দুদকের মামলা
সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় আজ বুধবার দুপুরে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।
কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে গত ২ এপ্রিল সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠায় দুদক। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা দেননি সোহেল। তিনি স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন।
দুদকের আইন শাখা মত দিয়েছে, আইন অনুসারে তাঁর এ আবেদন গ্রহণযোগ্য নয়। তারা নন-সাবমিশন মামলা দায়েরের সুপারিশ করে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান গত সোমবার রানার বিরুদ্ধে নন-সাবমিশন মামলার অনুমোদন দেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এতে ১১৩৫ জন নিহত হয়। ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে থেকে গ্রেপ্তার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
ভবন ধসের পর পরই সোহেল রানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তদন্তে দুদক দেখতে পায়, তাঁর ২৩ ব্যাংক অ্যাকাউন্ট, দুটি ইটের ভাটা, দুটি বাণিজ্যিক টাওয়ার এবং সাভারে অনেক জমি রয়েছে।