কুলিয়ারচরে দুই ‘মাদক ব্যবসায়ী’ আটক
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে পৃথক দুই অভিযানে খোকন মিয়া (৪৬) ও জহিরুল ইসলাম (৪৭) নামের দুই ‘মাদক ব্যবসায়ী’কে আটক করেছেন র্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদর কাছ থেকে ২০০টি ইয়াবা, ২৭০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোনসেট, চারটি অতিরিক্ত সীমকার্ডসহ দুই লাখ ৯৫ হাজার ৪৩২ টাকা উদ্ধার করে র্যাব।
ওই দুই অভিযানে নেতৃত্ব দেওয়া ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আটককৃত দুই ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। র্যাব নিশ্চিত হয়েই তাঁদের হাতেনাতে ধরেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারের খোকন ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৮০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, সাতটি মোবাইল ফোনসেট, চারটি অতিরিক্ত সিমকার্ডসহ দুই লাখ ৮৭ হাজার ৫৭৪ টাকা জব্দ করা হয়।
এরপর উপজেলার দক্ষিণ সালুয়া গ্রামের মাদক ব্যবসায়ী জহিরুলের বাড়িতে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় জহিরুল পলিথিন ব্যাগের একটি পুটলি নিয়ে পালানোর সময় তাকে আটক করে র্যাব। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ১২০টি ইয়াবা, ১৭০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোনসেটসহ সাত হাজার ৮৫৮ টাকা জব্দ করা হয়।