প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভাঙার ঘটনায় মামলা
নাটোরের বড়াইগ্রামে এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বাচ্চু প্রামাণিকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে আহত প্রধান শিক্ষক মিজানুর রহমানের নাতি মোহাম্মদ মিলন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ নাজিম উদ্দিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হাত-পা ভেঙে দেয় স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু প্রামাণিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু প্রামাণিকের সঙ্গে প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরোধ বাধে। এরই জেরে বাচ্চু মেম্বার ও তাঁর লোকজন মিজানুর রহমানের ওপর হামলা চালায়। তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।