নিজেকে নিয়ে নয়, ব্লগারদের নিয়ে উদ্বিগ্ন ড. জাফর ইকবাল
আমাকে দেওয়া হুমকি নিয়ে আমি উদ্বিগ্ন নই। বরং নিরাপত্তাহীনভাবে বসবাস করা ব্লগারদের নিয়েই বেশি উদ্বিগ্ন।
আল-কায়েদা এ আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের একটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া হত্যার হুমকির ব্যাপারে জানতে চাইলে এভাবেই জবাব দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
আল-কায়েদা এ আনসারুল্লাহ বাংলা টিম-১৩ বরেণ্য শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামসহ ১০ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে।
জাফর ইকবাল বলেন, ‘আমি এ ধরনের হুমকি আগেও পেয়েছি, আমি এটাকে খুব বাড়াবাড়ি পর্যায়ে দেখছি না। যেহতু এই তালিকায় খুব গুরুত্বপূর্ণ মানুষের নাম আছে, কাজেই আমি আশা করব সরকার ব্যবস্থা নেবে।’
‘আমি যেটা বলতে চাই, এখানে যে ১০ জনের নাম আছে তাঁরা সবাই প্রতিষ্ঠিত, তাঁরা হয়তো খুব সহজেই সংবাদমাধ্যমে চলে আসেন,সবাই উদ্বেগও জানান। কিন্তু যে ৮৪ জন ব্লগারের নামের তালিকা করা হয়েছে এবং সেখান থেকে একজন একজন করে খুন করা হচ্ছে, আমি তাদের নিয়ে বরং উদ্বিগ্ন। আমি এখানে সিকিউরিটির মধ্যেই আছি, গত কদিন পুলিশও আমাকে সিকিউরিটি দিচ্ছে। কিন্তু যে ৮৪ জন ব্লগার আছে তাদের কিন্তু কেউ প্রটেকশন দেয় না, তারা কিন্তু খুব বিপদে আছে।’ বলেন ড. জাফর ইকবাল।
পুলিশ প্রশাসনের উদ্দেশে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘জঙ্গিরা কিন্তু প্রকাশ্যেই হত্যা করছে। হত্যার পর নিহত ব্লগারদের বন্ধুদের ফোন করেও হুমকি দিচ্ছে। কিন্তু পুলিশ খুব কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ পুলিশের বড় কর্মকর্তারা আন্তরিক হলে খুনিরা ধরা পড়বে বলে মনে করেন তিনি।