নারায়ণগঞ্জে আইভী-সাখাওয়াতসহ আটজনের মনোনয়নপত্র বৈধ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রোবববার নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. নূরুজ্জামান তালুকদার।
এদিন দ্বিতীয় দিনের মতো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। নয়জন মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. নূরুজ্জামান তালুকদার জানান, স্বাক্ষর ত্রুটির কারণে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে দুটি মনোনয়ন বাতিল হয়েছে। তবে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।
মেয়র পদে যাঁদের বৈধ মনোনয়ন ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন আওয়ামী লীগের সদ্য বিদায়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এলডিপির কামাল প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, জাসদের (ইনু) মোসলেম উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল হক ও ইসলামী শাসনতন্ত্রের মাওলানা মো. মাসুম বিল্লাহ।
দুপুর পর্যন্ত সাধারণ কাউন্সিলর তিনটি ওয়ার্ডের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়েছে। তার মধ্যে ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।
গতকাল শনিবার ছয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১৮টি সাধারণ কাউন্সিলর পদে যাচাই-বাছাই হয়েছে। তার মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একটি ও সাধারণ কাউন্সিলর পদে নয়টি মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ হয়েছে সংরক্ষিত ৩২টি ও সাধারণ ১১৬টি মনোনয়ন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন, ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আগামী ২২ ডিসেম্বর এ সিটির ভোটগ্রহণ হবে।