প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন কামাল নাসের চৌধুরী
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কামাল আবদুল নাসের চৌধুরী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব আবুল কালাম আজাদ আগামী ১ ডিসেম্বর বিদায় নিচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন কামাল আবদুল নাসের চৌধুরী।
১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা কামাল আবদুল নাসের চৌধুরী একজন কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত।
কামাল নাসের ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনের সময় ২০১৪ সালের ১৯ মার্চ জ্যেষ্ঠ সচিবের মর্যাদা পান তিনি।