কক্সবাজারে ট্রাইব্যুনালের পরোয়ানায় থাকা একজন গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় থাকা বাদশা মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে জেলার হোয়ানক ইউনিয়নের কালা গাজীর পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে জেলায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ ফেরদৌস এনটিভি অনলাইনকে জানান, গতকাল বৃহস্পতিবার মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ পরোয়ানা জারি করেন।
ওসি-তদন্ত মোহাম্মদ ফেরদৌস আরো জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই বৃহস্পতিবার বিকেলে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের মৌলভি নুরুল ইসলাম, মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার মৌলীভ ওসমান গনি ও মহুরী ডেইল এলাকার মো. জিন্নাহ আলী নামের তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এর আগে একই অভিযোগে গত ২ মার্চ ছালামত উল্লাহ খান ও আবদর রশিদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।