সাঁওতালদের ওপর হামলায় নিষ্ক্রিয়তা, ডিসিকে আইনি নোটিশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসকের (ডিসি) নিষ্ক্রিয়তার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসককে ৩০ নভেম্বরের মধ্যে ব্যাখা দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দীকা আজ সোমবার এ নোটিশ পাঠান।
এ বিষয়ে আইনুন নাহার সিদ্দীকা এনটিভি অনলাইনকে বলেন, সাঁওতালদের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক নিষ্ক্রিয় ভূমিকা দেখান। এ কারণে সাধারণ জনগণের জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক সক্রিয় থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। এ জন্য তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে ব্যাখ্যা না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে ৬ নভেম্বর সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন এবং আহত হন কয়েকজন। এ ঘটনায় মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে।
গাইবান্ধায় সাঁওতালদের ওপর কোন কর্তৃত্ববলে পুলিশ গুলি চালিয়েছে, তা জানতে চেয়ে ১৬ নভেম্বর রিট করা হয়। তিনটি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে এ রিট করা হয়।
এর আগে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে অজ্ঞাতপরিচয় ৫০০-৬০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন স্বপন মুরমু।